করলার জলস্রোতে বসে গিয়েছে সেতুর একাংশ, যানচলাচলে নিয়ন্ত্রণ

জলপাইগুড়ি: দু’দিন ধরে প্রবল বৃষ্টির জেরে ফুলে-ফেঁপে উঠেছে জলপাইগুড়ির করলা নদী। জলের তোড়ে চাপ বেড়েছে নদীর ওপর থাকা সেতুগুলিতে। যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে করলা সেতু। এমন খবরে চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। প্রবল বৃষ্টির জেরে সেতু বসে গিয়েছে বলে খবর। খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান প্রশাসনিক কর্মকর্তারা। আপাতদৃষ্টিতে সেরকম ক্ষয়ক্ষতি চোখে না পড়লেও ভারী যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আনা হচ্ছে। প্রয়োজনে রুট ঘুরিয়ে দেওয়ার চিন্তাভাবনা চলছে। ১৯৬৮ সালের বন্যার পর জলপাইগুড়ি শহরের সঙ্গে যোগাযোগের জন্য সুভাষ সেতু তৈরি করে পূর্ত দপ্তর। যানবাহনের চাপ সহ্য করতে করতে দুর্বল হয়ে পড়েছে এই সেতু। এনিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞ ইঞ্জিনিয়াররা। গত দু’দিনে অত্যাধিক বৃষ্টির ফলে ফুলেফেঁপে উঠেছে করলা। জলের চাপে কেঁপে ওঠে সেতুর পিলার। তাতেই সেতুর কিছুটা অংশ বসে গেছে বলে খবর। খবর পেয়ে পুলিশ প্রশাসনের প্রতিনিধিদের নিয়ে সেতু ঘুরে দেখেন পুরসভার প্রশাসক বোর্ডের প্রতিনিধিরা। সেতু পরিদর্শন করে উদ্বেগ প্রকাশ করেন প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চট্টোপাধ্যায়। তিনি জানান, এব্যাপারে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারদের মতামত চাওয়া হচ্ছে। আপাতত জনসাধারণের নিরাপত্তার কথা চিন্তা করে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে ভারী যানবাহন চলাচলের ওপর নিয়ন্ত্রণ আনার কথা ভাবছেন তাঁরা।

About The Author