Rajganj: বাইক দুর্ঘটনায় গুরুতর আহত স্কুল শিক্ষক

রাজগঞ্জ: বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত প্রাইমারি স্কুলের শিক্ষক। রক্তাক্ত অবস্থায় ভর্তি করা হল হাসপাতালে। আহত যুবকের নাম বিকাশ সোনার (৩২)। বাড়ি রাজগঞ্জের সুভাষপল্লী এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেল, মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ ফাটাপুকুর-রাজগঞ্জের রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। একটি কালভার্টের সামনে ওই যুবককে জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারিরা। মনে করা হচ্ছে, কোনও গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয়েছেন তিনি। যদিও পুলিশের বক্তব্য, গাড়ির ধাক্কা হয়ত লাগেনি। কারণ বিকাশের বাইকে সেরকম কোনও আঘাতের চিহ্ন নেই। ঘটনার বেশকিছু বাদে পথচারিরা আহত বিকাশকে দেখতে পেয়ে অ্যাম্বুলেন্স ডাকেন। তাকে শিলিগুড়ি সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ঘটনার সময় রাজগঞ্জে বাড়ির দিকে ফিরছিলেন যুবক।

স্থানীয় সূত্রে আরও জানা গেল, বিকাশ মতিরামঝা প্রাইমারি স্কুলের শিক্ষক। এদিন সন্ধ্যায় সম্ভবত ফাটাপুকুরে চা খেয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় দুর্ঘটনার কবলে পড়েন। ঘটনাস্থলে আসে রাজগঞ্জ থানার পুলিশ। সুভাষপল্লীর বাড়িতে স্ত্রী-সন্তান সহ বাবা-মা সকলেই রয়েছেন। আপতকালিন মুহূর্তে পরিবারটির সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

About The Author