‘নিখোঁজ’ স্বামীর সঙ্গে বন্ধু-পত্নির পরকীয়া, বিছুটি পাতা নিয়ে ছুটলেন স্ত্রী

জলপাইগুড়ি: স্বামীর খোঁজ নেই তিন মাস, পড়ে জানা গেল উনি আরেক মহিলার সঙ্গে সংসার পেতেছেন। শুনে বিছুটি পাতা হাতে নিয়ে ছুটলেন স্বামী ও তার নতুন প্রেমিকাকে হাতে নাতে ধরতে। ধরেও ফেললেন, গিয়ে দেখলেন আরেক কাণ্ড। স্বামী যে মহিলার সঙ্গে পরকিয়ায় লিপ্ত তিনি আর কেউ নয়, তার আরেক বন্ধুর স্ত্রী। উনিও নিজের স্বামীকে ধোকা দিয়ে এখানে এসে পড়ে রয়েছেন। ফের হইহই কাণ্ড ধুপগুড়িতে।

জানা গেল, পাঁচ বছর আগেই মহিলার বিয়ে হয়েছিল আলিপুরদুয়ারের ওই ব্যক্তির সঙ্গে। তবে মাস তিনেক আগে স্বামী নিখোঁজ হয়ে যান, তাই থানায় গিয়ে মিসিং ডায়েরি করেছিলেন। চারদিকে স্বামীর খোঁজ চালাতে থাকেন গৃহবধূ। পড়ে তিনি জানতে পারেন, তার স্বামী ধূপগুড়িতে দিব্বি আরেক মহিলার সঙ্গে সংসার করে দিনরাত কাটাচ্ছেন। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন নিয়ে ধূপগুড়িতে হাজির হন মহিলা। সংহতিনগর এলাকায় এক বাড়িতে দুজনকেও খুঁজেও পান। সাথে করে বিছুটি পাতা নিয়ে গেছিলেন কিন্তু ঘষতে গিয়ে দেখেন ওই মহিলা তার স্বামীর এক বন্ধুর স্ত্রী।িখবর দেওয়া হয় সেই ব্যক্তিকেও। তিনিও মাদারিহাট থেকে ছুটে আসেন। এসে দেখেন, বন্ধুর সঙ্গে সংসার করছে তার স্ত্রী। এদিকে তিনিও গৃহবধূর নিখোঁজের অভিযোগ দায়ের করেছিলেন থানাতে।

মুহূর্তের মধ্যে এলাকায় মানুষের ভিড় জমে যায়। একজন তার স্বামীকে খুঁজে পান, অন্যজন তার স্ত্রীকে খুঁজে পান। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ দু’জনকেই আটক করে থানায় নিয়ে যায়। 

About The Author