জলপাইগুড়ি: এবারের পুজো প্রতিবাদের পুজো। কলকাতার আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার পরই বাংলায় প্রতিবাদের জোয়ার উঠেছে। তার প্রভাব এবারের দূর্গাপুজাতেও পড়ছে।
আরজি কর কাণ্ডের জেরে সর্বস্তরের মানুষ তাদের নিজেদের ক্ষেত্র থেকে প্রতিবাদে সামিল হয়েছেন। জলপাইগুড়িতেও এক আইনের ছাত্রের নিপুণ হাতে তৈরি একচালা মা দুর্গার প্রতিকৃতিতে লাগল প্রতিবাদের ছোঁয়া।
জলপাইগুড়ি শহরের মাসকলাইবাড়ি এলাকার বাসিন্দা কুনাল বিশ্বাসের শিল্পভাবনায় ফুটে উঠেছে এতকিছু। কুনাল আইনের ছাত্র। এর পাশাপাশি আঁকতেও ভালোবাসে। প্রতিবছরই দুর্গাপূজা সহ নানা উপলক্ষে সে তাঁর হাতের কাজ ফুটিয়ে তোলে।
এবারেও দুর্গাপূজা উপলক্ষে সে মা দুর্গার প্রতিকৃতি তৈরি করেছে। আরজি কর আবহে সেখানেও লেগেছে প্রতিবাদের ছোঁয়া। শুধু অভয়ার ঘটনাই নয়, তার সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের বলি স্বপ্নদ্বীপকে তুলে ধরা হয়েছে সেখানে। অন্যদিকে ঝাড়গ্রামে উত্তেজিত জনতার হাতে প্রাণ হারানো হাতিটিও জায়গা দিয়েছে মা দুর্গার একচালা প্রতিকৃতিতে।
কুনাল জানাল, এবছর সে প্লাস্টিকের বোতলের ব্যবহার করে এই শিল্প কাজ তৈরি করেছে। যেখানে সরস্বতী রূপে আরজি করের ওই মহিলা চিকিৎসক এবং গণেশরূপে যাদবপুরের স্বপ্নদ্বীপকে তুলে ধরা হয়েছে।