রাজগঞ্জ: বাড়ি তৈরির কাজ শুরু হতেই এক প্রতিবেশীর পক্ষ থেকে বাধা দানের অভিযোগ। এমনকি বাড়িতে ঢুকে মহিলাদেরও মারধরের অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের কথায়, অভিযুক্ত একজন ‘জমি মাফিয়া’। রাজগঞ্জ তোতাইগছের ঘটনায় শোরগোল পড়েছে গোটা গ্রামে।
বিডিও অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা মিনতি রায় তাঁদের এক প্রতিবেশী উত্তম রায়ের বিরুদ্ধে এমনই অভিযোগ নিয়ে রাজগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। মিনতি রায় জানান, পাকা বাড়ির কাজ শুরু করতেই সন্ধ্যায় প্রতিবেশী উত্তম বাধা দেয়। বাড়ির বাইরের দরজা ভেঙ্গে ভেতরে ঢোকে এবং মহিলাদের মারধর করে হুমকি দেয়। ঘটনার সময় বাড়িতে তাঁর স্বামী বা ছেলে, কেউ ছিলেন না। অভিযোগ, উত্তম নাকি বলেছে, এখানে কোনও বাড়ি তৈরি করা যাবে না। করলে, ওই জমি কিনে নিতে হবে। এই নিয়ে দুই পক্ষে ভেস্ট জমি খাস জমির তর্ক শুরু হয়।
মিনতির দাবি, তাঁরা রাস্তার পাশে ওই জায়গায় ৫০ বছরের বেশি সময় ধরে রয়েছেন। প্রতিবেশী উত্তম তাঁদের ভয় দেখিয়ে জায়গা দখল করতে চাইছে। মিনতি আরও জানান, অভিযুক্তের মার খেয়ে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে যেতে হয়েছিল তাঁকে। রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর গ্রামবাসীদের কয়েকজন উত্তমের বিরুদ্ধে জমি দখলের মৌখিক অভিযোগ করেছেন। তাঁদের কথায়, উত্তম একজন ‘জমি মাফিয়া’।
রবিবার দুপুরে এই ব্যাপারে অভিযুক্তের বয়ান নিতে উত্তমের বাড়িতে গেলে, ছেলে বাড়িতে নেই বলে জানান উত্তমের মা। পরে উত্তম বাবু এই বিশয়ে কোনও প্রতিক্রিয়া দেন নি। রাজগঞ্জ থানার তদন্তকারী এক পুলিশ আধিকারিক বলেন, দুই তরফেই অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে।