রাজগঞ্জ: কেমন আছেন সীমান্তঘেঁষা গ্রামের মানুষগুলি, সরকারি পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন তো? খোঁজ নিতে কাঁটাতারের বেড়া পেরিয়ে জিরো পয়েন্টের গ্রামে হাজির হলেন খোদ বিডিও। যেখানে ঢুকতে বেরোতেও বিএসএফ-এর পারমিশন লাগে, সেখানে দুয়ারে সরকার শিবির করার আশ্বাস দিয়ে এলেন ব্লকের প্রশাসনিক প্রধান। প্রথম কোনও সরকারি আমলাকে গ্রামে দেখলেন সেখানকার মানুষ।
রাজগঞ্জের ফুলবাড়ি ২ অঞ্চলে কাঁটাতারের বেড়ার ওপারে চম্পদগছে অন্তত ৪৫টি পরিবার বসবাস করে। স্কুল, হাট বাজার, শিক্ষা যাবতীয় প্রয়োজনে কাঁটাতারের বেড়া পেরিয়ে আসতে হয় এদিকে।
বুধবার সেখানে গিয়ে পরিবারগুলির অভাব, অভিযোগ ও সমস্যার কথা শুনলেন। সমাধানের আশ্বাসও দিলেন। বিডিও প্রশান্ত বর্মন বলেন, জিরো পয়েন্টে ৪৫টি ভারতীয় পরিবার রয়েছে। তারা লক্ষীর ভান্ডার, বিধবা ভাতা এবং কন্যাশ্রী, ঐক্যশ্রী সহ রাজ্য সরকারের যে অন্যান্য প্রকল্পগুলি রয়েছে, সেসব পরিষেবা পাচ্ছে কিনা তা জানতে এই গ্রামে এলাম। বাসিন্দারা কিছু অভাব ও আবদারের কথা জানালেন। যে পরিবার বা ব্যক্তি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য তা দেওয়ার চেষ্টা করব।