উত্তরকন্যা অভিযানে পুলিশের বুলেটে মৃত্যু রাজগঞ্জের বিজেপি কর্মীর

শিলিগুড়িঃ উত্তরকন্যা অভিযানে গিয়ে পুলিশের ছোড়া রবার বুলেটে মৃত্যু হল রাজগঞ্জ ব্লকের এক বিজেপি কর্মীর। জানা গিয়েছে, মৃত বিজেপি কর্মীর নাম পুলেন রায়। তাঁর বাড়ি মানতাদারি অঞ্চলের ৪ নং মাইনঘোরা বুথে। শিলিগুড়িতে এদিন উত্তরকন্যা অভিযান শুরু হওয়ার আগেই ব্যারিকেড করে রাস্তা আটকে দেয় পুলিশ। এরপর ব্যারিকেড ঠেলে উত্তরকন্যা যাওয়ার পথে পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। অভিযোগ, পথ আটকাতে চলে লাঠিচার্জ। ছোড়া হয় রবার বুলেট। এর পাশাপাশি জলকামান ও কাঁদানে গ্যাসও ছোড়া হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী। বর্তমানে তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পরিদর্শনে যান জলপাইগুড়ি লোকসভার সাংসদ ডাঃ জয়ন্ত রায়। শিলিগুড়ি উত্তরকন্যা অভিযানকে ঘিরে চরম উত্তেজনা রয়েছে পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে।

About The Author