বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য তুফানগঞ্জে

কোচবিহার: এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কোচবিহারের তুফানগঞ্জে। ঘটনাটি ঘটেছে, তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের অন্দরান ফুলবাড়ী ১ গ্রাম পঞ্চায়েতের সুভাষপল্লী এলাকায়। গতকাল সকাল থেকে নিখোঁজ থাকার পর আজ অন্দরান ফুলবাড়ী গার্লস হাইস্কুলের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয় ওই বিজেপি কর্মী। মৃতের নাম স্বপন দাস (৩৬)। বিজেপির দাবি তিনি ৯/১৯ নম্বর বুথের সক্রিয় কর্মী ছিলেন। এমনকি মিটিং মিছিলেও তাকে দেখা যেত বলে দাবি বিজেপির। মৃতদেহকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। সংবাদমাধ্যমকে খবর করতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। মৃতের স্ত্রী চুমকি দাস জানান, গতকাল সকাল নিখোঁজ ছিল স্বপন। খোঁজাখুঁজি শুরু করলে বুধবার পার্শ্ববর্তী অন্দরান ফুলবাড়ি গার্লস হাইস্কুলের বারান্দায় তাঁর ঝুলন্ত মৃতদেহ দেখতে পাওয়া যায়। তিনি জানান, তিনি এবং তার স্বামী দুজনেই বিজেপি কর্মী ছিলেন। স্বপন দাসের মৃত্যুর ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগ তুলেছে বিজেপি। তুফানগঞ্জ শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও জেলা মুখপাত্র শিবপদ পাল জানান, এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস জড়িত নয়। বিজেপি মৃতদেহ নিয়ে বারবার রাজনীতি করার চেষ্টা করছে। এর জবাব সাধারণ মানুষ দেবে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ।