দু’দিন ধরে প্রায় বুক সমান জলে দাঁড়িয়ে থাকলেন এক ব্যক্তি। শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ব্যারেজে মহানন্দা নদীর মাঝখানে ওই ব্যক্তিকে পর পর দু’দিন প্রায় বুক সমান জলে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কখন, কিভাবে ওই ব্যক্তি মাঝ নদীতে গিয়ে নেমেছেন সে ব্যাপারে কেউ হদিস করতে পারেননি। এদিকে দিনভর লেগেই রয়েছে বৃষ্টি। জলস্তর বেড়ে যাওয়ার আশঙ্কায়ও রয়েছে। এর মধ্যে কেন ওই ব্যক্তি নেমে গেলেন নদী বক্ষে সে নিয়ে উঠছে প্রশ্ন!
মঙ্গলবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ডাক দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। তাঁদের প্রচেষ্টায় অবশেষে এদিন বিকেলে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্ভবত ওই ব্যক্তির মানসিক সমস্যা রয়েছে। নিজের নাম পরিচয় ঠিকানা, কিছুই বলতে চাইছে না ওই ব্যক্তি। নেপথ্যে পারিবারিক সমস্যা না অন্য কোনও কারণ লুকিয়ে আছে! জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনা নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।