দল ছাড়লেন জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক

শিলিগুড়ি: দীর্ঘ জল্পনার পর শেষমেষ দলত্যাগ করলেন জলপাইগুড়ি জেলার যুব তৃণমূলের সাধারণ সম্পাদক রূপম ঘোষ। তিনি ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার কেন্দ্রের সাধারণ সম্পাদক এবং ওই কেন্দ্রের পর্যবেক্ষকের দ্বায়িত্বে ছিলেন। সোমবার তিনি তার পদত্যাগ পত্র ইমেলের মাধ্যেমে তৃণমূলের রাজ্য যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছেন। দলত্যাগ পত্রের একটি করে কপি এলাকার বিধায়ক তথা পর্যাটন মন্ত্রী গৌতম দেব, জলপাইগুড়ি জেলা সভাপতি সৈকত চ্যাটার্জী এবং তৃণমূলের ব্লক সভাপতি দেবাশীষ প্রামাণিক কাছে পাঠিয়েছেন। দল ছাড়ার অনেক আগে থেকেই দলীয় কার্যক্রমে যোগ দিচ্ছিলেন না রূপমবাবু। পাশাপাশি দলের নীতিও মানছিলেন না বলে অভিযোগ। বহুবার দল ছাড়ার চেষ্টা করলেও দলীয় নেতাকর্মীদের অনুরোধে এতদিন আটকে ছিলেন। শেষ পর্যন্ত তিনি দল ছেড়েই দিলেন। ভোটের মুখে দল ছাড়ায় জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

About The Author