কৃষিভিত্তিক ভিডিও বানিয়ে ইউটিউবে বাজিমাত রাজগঞ্জের এক যুবকের

রাজগঞ্জ: আধুনিক কৃষিজ যন্ত্রের ব্যবহার এবং সেই সংক্রান্ত শিক্ষণীয় ভিডিও বানিয়ে মাত্র দু’বছরের মধ্যেই দু’লক্ষেরও বেশি সাব্স‌ক্রাইবার (subscriber) গ্রাম্য যুবকের দখলে। ইউটিউবের তরফ থেকে পেলেন সিল্ভার প্লে বাটন।

কৃষিভিত্তিক ভিডিও বানিয়ে ইউটিউবে বাজিমাত করলেন রাজগঞ্জের যুবক বিপুল বর্মণ। ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা কুকুরজান অঞ্চলের কান্তিপাড়ায় এক কৃষি পরিবারের ছেলের এমন সম্মান প্রাপ্তিতে হইচই পড়ে গিয়েছে এলাকায়। মূলত গৃহশিক্ষকতার কাজ করেন যুবক। মাস্টারমশাইয়ের এমন সাফল্যে আলোড়ন পড়েছে তাঁর কোচিং সেন্টারের পড়ুয়াদের মধ্যেও।

চ্যানেলের নাম বিপুল বর্মণ বাংলা এক্সক্লুসিভ। যদিও গুছিয়ে ভিডিও তৈরি করা এখনও শুরু করেনি বিপুল। টিউশনি পড়িয়ে, বাড়ির কাজকর্ম সেরে সেটুকু সময় মিলেছে, সেটাই ব্যয় করেছে ইউটিউবে। দীর্ঘমেয়াদি ভিডিওতে বিশেষ ভিউ না পেলেও শর্ট ভিডিও কোটি কোটি ভিউ এনে দিয়েছে বিপুলকে। সেই শর্ট ভিডিওগুলি ছিল মূলত কৃষিজ যন্ত্র নিয়ে।

বিপুল বর্মণ জানান, ২০২১ সাল থেকে ইউটিউবে সময় দিতে শুরু করে। ২০২৩-র শেষ দিকে হঠাৎ করেই একলাফে কয়েকগুন ভিউ বেড়ে যায়। ফলে সাবস্ক্রা‌ইবার জুটে যায় একধাক্কায়। বিপুলের দাবি, বেশিরভাগ দর্শক টেনেছে ইন্দোনেশিয়া, বাংলাদেশ থেকে। ইউটিউবের তরফে সম্মান প্রাপ্তির পর বিপুল বলছেন, এবার থেকে এই চ্যানেলের পেছনে বেশি সময় দেবেন। ভালো করে গুছিয়ে ভিডিও করবেন।

একদিকে, গৃহশিক্ষকতা এবং অন্যদিকে চ্যানেল থেকে উপার্জন; এই দুই দিয়ে বিপুলের আর্থিক ভিত্তি মজবুত হচ্ছে। বাড়িতে তাঁর এক ভাই রয়েছে। বাবা সুধির বর্মণ সহ পরিবারের বেশিরভাগ সদস্য নিজেদের জমিতে বিভিন্ন শাকসব্জির চাষ করেন। ছেলের নতুন কাজের ব্যাপার নিয়ে খুব একটা ধারণা না জন্মালেও বাবা হিসেবে খুশিই হয়েছে সুধির বাবু। আগামীতে কি হলে ভালো সেই ভাবনা ছেলের ওপরই ছেড়ে দিয়েছেন তিনি।

রাজগঞ্জের কান্তিপাড়ার যুবক বিপুল শতাধিক ছাত্র-ছাত্রী পড়ান। বিপুল চাইছেন, শিক্ষা নিয়ে তাঁর চ্যানেলের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য কিছু বার্তা তিনি তুলে ধরবেন। যাতে এলাকার মানুষ উৎসাহিত হয় ডিজিটাল মাধ্যমে।

About The Author