Yashasvi Jaiswal: মাত্র ২২-এই পারথের ২২ গজে পরপর নজির যশস্বীর

জীবনে প্রথমবার, মাত্র ২২ বছর বয়সে অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে নেমে পরপর নজির গড়লেন ভারতের এই তরুন ক্রিকেটার। সামান্য ফুচকা বিক্রেতা থেকে যশস্বী জয়সওয়াল আজ পারথের ২২ গজে দাঁড়িয়ে। তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে অস্ট্রেলিয়ায় কেরিয়ারের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন। প্রথম ইনিংসে শূন্য রানে ফিরলেও দ্বিতীয় ইনিংসেই দাপট দেখালেন যশস্বী। পার্থের ২২ গজে একেবারে ১৫০ রানের ইনিংস খেলে ক্রিকেট দুনিয়ায় তাক লাগিয়ে দিলেন ভারতের এই তরুণ ওপেনার।

৫ বছর আগে ভারতের বিশ্বকাপ দলে ডাক পেয়েছিলেন যশস্বী। তখন ক্রিকেট প্র্যাকটিসের খরচ যোগাতে বাবার সঙ্গে নিজেও ফুচকা বিক্রি করত। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সেই ছেলেটাই আজ ক্রিকেট বিশ্বকে চমকে দিচ্ছে। ফিরে আসা যাক এবারের টেস্টে।

পারথে প্রথমবার, টেস্টের প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৫০ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। ওপেন করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই উইকেট পরে গিয়েছিল যশস্বীর। কিন্তু সেই ভুল দ্বিতীয় দিনেই শুধরে নিলেন। এই তরুণ তারকা খেললেন ১৬১ রানের লম্বা ইনিংস। স্টার্ক-কামিন্সদের যেন তোয়াক্কাই করলেন না। ২০৬ বল খেলে সেঞ্চুরি হাঁকালেন তিনি। ৫০-এর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন যশস্বী। শেষে ২৯৭ বল খেলে ১৬১ রান করে স্টিভেন স্মিথকে ক্যাচ দিয়ে মিচেল মার্শের বলে আউট হন এই তরুণ তুর্কি। তরুন কীর্তিমানকে মাঠেই শুভেচ্ছা জানান কিং কোহলি।

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সেরা ওপেনিং জুটি হিসাবেও নতুন রেকর্ড গড়লেন যশস্বী। এর আগে গাভাসকর – কৃষ্ণমাচারি শ্রীকান্তের জুটির নেপথ্যে অস্ট্রেলিয়ায় ১৯১ রানের ভারতের সেরা ওপেনিং পার্টনারশিপ ছিল। ২০২৪-এ কে এল রাহুলের সঙ্গে জুটি বেধে তুলে ফেললেন ২০১ রানের পার্টনারশিপ। ৩৫টি ছয় মেরে আরও একটি নজির ভেঙে দিয়েছেন যশস্বী। এক বছরে টেস্টে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির গড়লেন এই তরুন ক্রিকেটার। ২০১৫ সালে সারা বছরে টেস্টে ৩৩টি ছক্কা হাঁকিয়ে যে রেকর্ড গড়েছিলেন কিউয়ি ক্রিকেটার ব্রেন্ডন ম্যাকালাম। অস্ট্রেলিয়ার মাটিতে যশস্বীর প্রথম ইনিংসে মিচেল স্টার্কের বল তাড়া করে যেভাবে আউট হয়েছিলেন, দ্বিতীয় ইনিংসে সেই ভুল করেননি তিনি। পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে জশ হ্যাজেলউডের বলে ছক্কা মেরে সেঞ্চুরি হাঁকিয়ে তরুণ তুর্কির মুখে ফুটে উঠেছে চওড়া হাসি।

About The Author