চলছে আইপিএল ২০২৫-এর মেগা নিলাম। আগের সব রেকর্ড ভেঙে যাচ্ছে। ক্রিকেটারদের যত দর এবারে উঠছে, তা অতীতে কখনও দেখা যায়নি।
খবর লেখা পর্যন্ত এখনও, ‘মোস্ট এক্সপেন্সিভ’ প্লেয়ার হলেন ঋষভ পন্থ। ২৭ কোটি টাকা দরে দলে টেনে নিয়েছে লখনউ। দিল্লি ক্যাপিটালসে থাকাকালীন ভালো না খেললেও পন্থের এই মুহূর্তের ফর্ম দেখে ভালো দর দিয়েছে লখনউ।
পন্থের কিছু মুহূর্ত আগে পর্যন্ত, মহার্ঘ্য ক্রিকেটার ছিলেন শ্রেয়স আইয়ার। তাঁকে ২৬.৭৫ কোটি টাকায় কিনে নিয়েছে পঞ্জাব। প্রসঙ্গত, এর আগে কেকেআর-এর অধিনায়কের ভূমিকায় ছিলেন শ্রেয়স।
১৪ কোটি টাকায় কেএল রাহুলকে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস। ১৮ কোটি টাকায় পাঞ্জাব কিংসে যুজবেন্দ্র চাহাল। ১২.২৫ কোটি টাকায় গুজরাট টাইটানসে গেলেন মহম্মদ সিরাজ। ১০ কোটি টাকায় সানরাইজার্স হায়দরাবাদে মহম্মদ শামি।
এখনও পর্যন্ত, দিল্লিতে ১১.৭৫ কোটিতে মিচেল স্টারক গেলেন। ১০.৭৫ কোটি টাকায় গুজরাট টাইটানসে কাগিসো রাবাডা। লখনউতে মিলার গিয়েছেন ৭.৫ কোটিতে।