‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি রাহুল গান্ধির থেকে ভালো নেতা মনে করি’, দিলীপ ঘোষের মুখে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা!
শুক্রবার রাতে একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাহুল গান্ধির সঙ্গে তুলনা টেনে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি রাহুল গান্ধির থেকে ভালো নেতা মনে করি। রাহুল গান্ধির চেয়ে অভিষেকের কথাবার্তা অনেক বুদ্ধিদীপ্ত মনে হয় আমার।’ বিজেপি নেতার এমন মন্তব্যে রাজনীতি মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। ২৬-এর আগেই কি অন্য পথে দিলীপ ঘোষ? শুরু হয়েছে জোর চর্চা। প্রসঙ্গত, এই মুহূর্তে রাজ্যে বিজেপির কোনও পদেই নেই দিলীপ ঘোষ। এবারের লোকসভা ভোটে মেদিনীপুরের জেতা আসন থেকে সরিয়ে তাঁকে আসানসোল-দুর্গাপুর আসনে প্রার্থী করা হয়েছিল। পরাজয়ের পর এ নিয়ে প্রকাশ্যে ক্ষোভও প্রকাশ করেছিলেন তিনি। তারপর মাঝে মধ্যেই ঘাসফুলের প্রতি তাঁর সৌজন্য লক্ষ্য করছেন বাংলার মানুষ।