ইয়াসের অভিঘাতে একইসঙ্গে মৃত্যু হল দুই নাতি সহ ঠাকুরমার৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল ২ নং ব্লকের ললিয়াবাড়ি গ্রামে৷ ইয়াসের প্রভাবে গতকাল সকাল থেকেই জেলাজুড়ে প্রবল বৃষ্টি শুরু হয়। রাতে এক ঘরে দুই নাতিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন বৃদ্ধা৷ তাঁদের পাশেই বাঁশের মাচায় রাখা ছিল বড় বড় ধানের বস্তা৷ বৃষ্টিতে বাঁশের মাচা বসে গিয়ে ধানের বস্তাগুলি তিনজনের উপর পড়ে যায়৷ বাড়ির লোকের চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরাও৷ সবাই মিলে ধানের বস্তা সরিয়ে ওই তিনজনকে উদ্ধারের চেষ্টা করেন। তবে তাঁদের কাউকেই বাঁচান যায়নি। মৃত্যু হয়েছে তিনজনেরই৷
খবর পেয়ে শুক্রবার সকালে ওই বাড়িতে ছুটে যান এলাকার বিধায়ক আবদুর রহিম বকশি৷ বিপন্ন পরিবারটিকে সবরকম সাহায্যের প্রতিশ্রুতির পাশাপাশি দেহগুলি সৎকারের ব্যবস্থা করেন তিনি ৷