শ্বাসকষ্ট অনুব্রত মণ্ডলের, আনা হল কলকাতায়

গুরুতর অসুস্থ অনুব্রত মণ্ডল। চিকিৎসার জন্য আনা হল কলকাতার বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবার বেলার দিকে শ্বাসকষ্ট শুরু হয় অনুব্রতর। বাড়িতে চিকিৎসক এসে প্রাথমিক চিকিৎসা করেন। চিকিৎসকের পরামর্শে অক্সিজেনও দেওয়া হয় তাঁকে।

অনুব্রতর পুরনো শ্বাসকষ্টের সমস্যা আছে। দেহে অক্সিজেনের ঘাটতির জন্য বাড়িতেই অক্সিজেন দেওয়ার ব্যবস্থাও রয়েছে। এই দিন বেলা সাড়ে ৩টে নাগাদ কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। ইএম বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে আনা হয় তাঁকে। কোভিড পরীক্ষাও করা হচ্ছে।

About The Author