প্রধানমন্ত্রীর বৈঠকে হাজির থাকবেন না মুখ্যমন্ত্রী

ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠকে হাজির থাকবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে সাগরদ্বীপের প্রশাসনিক বৈঠক থেকেই একথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

ইয়াস পরবর্তী ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে শুক্রবার সাগরদ্বীপে এসেছিলেন মুখ্যমন্ত্রী। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী-সহ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তাঁকে মোদীর সঙ্গে বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে মমতা জানিয়ে দেন, ‘বৈঠকে থাকছি না। ক্ষয়ক্ষতির হিসেব আমি প্রধানমন্ত্রীকে পাঠিয়ে দেব।’

About The Author