উত্তরবঙ্গের নয়া ফুটবল প্রশিক্ষকদের ওয়ার্কশপ রাজগঞ্জে

রাজগঞ্জ: জলপাইগুড়ির রাজগঞ্জে ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সহযোগিতায় এবং মেহগনি ফুটবল ক্লাবের পরিচালনায় উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের ফুটবল কোচেদের নিয়ে একদিবসীয় শিক্ষামূলক প্রোগ্রাম তথা ওয়ার্কশপ অনুষ্ঠিত হল। শনিবার এই ওয়ার্কশপে ইনস্ট্রাক্টর হিসেবে উপস্থিত ছিলেন চেন্নাইয়ের মেহগনি ফুটবল ক্লাবের কোচ অরিন্দম বিশ্বাস এবং সহকারি ইন্সট্রাক্টর হিসেবে ছিলেন গোবিন্দ মজুমদার। এই শিবিরের অন্যতম উদ্যোক্তা তথা রাজগঞ্জ ওয়েলফেয়ার ফুটবল অ্যাকডেমির কোচ শম্ভু সাহা জানান, এই ওয়ার্কশপ ভাষ্যগত এবং ব্যাবহারিক, দু’ভাবেই হয়েছে। রাজগঞ্জ এমএন হাইস্কুল মাঠ এবং রাজগঞ্জ ওয়েলফেয়ারের নিজস্ব বিল্ডিংয়ে এই ওয়ার্কশপ হয়। ২০ জন মহিলা খেলোয়াড় সহ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উত্তরবঙ্গের নতুন কোচেরা। ইন্সট্রাক্টর অরিন্দম বিশ্বাস বলেন, ‘কোচেদের মধ্যেও গবেষণা হোক। তারা নিজেদের প্রশিক্ষণের জন্য প্রস্তুতি নিকI এরজন্য আমরা আজ একসঙ্গে হয়েছিI কোচেদের উন্নতির লক্ষ্যেই এই অনুষ্ঠান।’

About The Author