জলপাইগুড়ি: বৃহস্পতিবার অর্থাৎ ৪ ফেব্রুয়ারি থেকে কলকাতায় বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হতে চলেছে পশ্চিমবঙ্গ সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন। জলপাইগুড়ি থেকে রাত ৮টা নাগাদ কলকাতার উদ্দেশ্যে রওনা হল পশ্চিমবঙ্গ সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ির কয়েকশো সদস্য। গত ২৭ জানুয়ারি নবান্ন এবং বিধানসভা অভিযান করা হলেও কাঙ্খিত ফল মেলেনি। এই কারণে আরও একবার রাজ্যব্যাপী বিক্ষোভ সমাবেশ করতে চলেছেন সদস্যরা। মূলত কাজের দাবিতে তাদের এই বিক্ষোভ। বৃহস্পতিবার থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত টানা অবস্থান বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।