রাজগঞ্জ: বদলি হলেন জলপাইগুড়ি সদর পুলিশের সিআই তথা রাজগঞ্জ থানার প্রাক্তন সিআই দ্বিপোজ্বল ভৌমিক। ২০১৮ সালের অক্টোবর থেকে রাজগঞ্জ থানায় এবং পরে সিআই (সদর) হিসেবে দ্বায়িত্বে ছিলেন। জলপাইগুড়ি এবং রাজগঞ্জ এলাকার বেশকিছু গুরুত্বপূর্ণ তদন্তের দ্বায়িত্ব পালন করেছেন। দক্ষিণ দিনাজপুরে তপন থানায় বদলি হয়ে আইসি হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন। বুধবার তাঁর বদলিকালে জলপাইগুড়ি সদর কোর্ট, রাজগঞ্জ থানা, রাজগঞ্জ সিআই দপ্তর ও অ্যান্টি-করপশন ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁকে সংবর্ধিত করা হয়। এর পাশাপাশি জাতীয় করোনা যোদ্ধার ফলকও তুলে দেওয়া হয়।