মুকুলের ঘরে ভাঙন ধরাল তৃণমূল?

কলকাতা: বিজেপির সর্বভারতীয় সহসভাপতির ঘরে ঢুকল তৃণমূল। মুকুল রায়ের শ্যালক সৃজন রায় যোগ দিলেন তৃণমূলে। তাঁর সঙ্গে আইনজীবী জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় এবং মডেল ও অভিনেত্রী নীলাঞ্জনা মজুমদারও তৃণমূলে যোগ দিলেন। বুধবার রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে তৃণমূল ভবনে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন সকলে। জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় ১৭ বছর ধরে ওকালতি করছেন। তৃণমূলে যোগ দিয়ে এদিন তিনি বলেন, ‘বিজেপি বাংলাকে ভাঙতে চায়। আর আমাদের যুদ্ধ জঙ্গলরাজের বিরুদ্ধে।‘ অন্যদিকে, মুকুল রায়ের শ্যালক সৃজন রায় এদিন তৃণমূলে যোগদান করেছেন। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মেনে আমরা বাংলায় ধর্মনিরপেক্ষ বাতাবরণ প্রতিষ্ঠায় সমর্থ হবে। অন্য নেতারা তাঁদের পছন্দমতো দলে যোগদান করছেন। কিন্তু আমি তৃণমূলকেই বেছে নিলাম।’ সেইসঙ্গে এদিনই তৃণমূলে যোগ দিয়েছেন অভিনেত্রী তথা মডেল নীলাঞ্জনা মজুমদার। তিনি একজন সমাজকর্মীও। অভিনেত্রী নীলাঞ্জনা মজুমদার বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কাজ করা আমার কাছে সম্মানের বিষয়।’