আইসিসি ওডিআই রাঙ্কিংয়ে দাপট অব্যাহত বিরাট-রোহিতের

আরএনএফ স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং সহ-অধিনায়ক রোহিত শর্মা আইসিসি ওডিআই ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে তাঁদের আধিপত্য বজায় রাখলেন। আইসিসি ওডিআই বোলিং র‍্যাঙ্কিংয়ে ভারতের পেসার জসপ্রিত বুমরা রয়েছেন দ্বিতীয় স্থানে। মঙ্গলবারই আইসিসি তাদের নতুন র‍্যাঙ্কিং তালিকা ঘোষণা করেছে। ব্যাটিং তালিকায় ৮৭১ রেটিং পয়েন্ট নিয়ে বিরাট কোহলি রয়েছেন শীর্ষে। ঠিক তাঁর পিছনেই ৮৫৫ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের বাবর আজম ৮২৯ পয়েন্ট নিয়ে। বোলারদের তালিকায় ৭২২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। দ্বিতীয় স্থানে রয়েছেন জাসপ্রীত বুমরাহ ৭১৯ পয়েন্ট নিয়ে। তিন নম্বরে রয়েছেন আফগানিস্তানের মুজিব উর রহমান।

অল রাউন্ডারদের তালিকায় সেরা ১০-এ ভারতীয় হিসেবে একমাত্র রয়েছেন রবীন্দ্র জাডেজা। আট নম্বরে রয়েছেন তিনি। এই তালিকায় শীর্ষে রয়েছেন আফগানিস্তানের মহম্মদ নবি। দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের অল রাউন্ডার বেন স্টোকস।