উপলক্ষ্য ঈদ ও রাখি, ২ ও ৯ অগাস্ট হচ্ছে না লকডাউন

কলকাতা: করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার বিকেলে অগাস্ট জুড়ে ৯ দিন সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই অগাস্ট মাসের সম্পূর্ণ লকডাউনের দিনক্ষণে রদবদল করা হল। নবান্ন সূত্রে খবর, বিশেষ কারণে অগাস্ট মাসের ২ ও ৯ তারিখের সম্পূর্ণ লকডাউন তুলে নেওয়া হয়েছে। তবে, মুখ্যমন্ত্রী ঘোষিত লকডাউনের বাকি দিনগুলি একই রয়েছে। উল্লেখ্য, এর আগেই চলতি সপ্তাহে বুধবার লকডাউন থাকবে বলে ঘোষণা করেছিলেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দোপাধ্যায়। কিন্তু এদিন মুখ্যমন্ত্রী জানান, বকরি ইদের জন্য এ সপ্তাহে সম্পূর্ণ লকডাউন থাকবে না। তবে আগামী সপ্তাহে লকডাউন রবিবার ও বুধবার। তার পরের সপ্তাহে শনিবার ও রবিবার লকডাউন হবে। তারপর থেকে অগাস্টের শেষ সপ্তাহ অবধি প্রতি শনি ও রবিবার কমপ্লিট লকডাউন থাকবে। কিন্তু এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে ফের লকডাউনের দিনক্ষণে রদবদল হল।

https://www.facebook.com/RNFNewsOfficial/photos/gm.1112576995804627/168290754795210/?type=3&av=101701988120754&eav=AfZ_zvurPJrvp5I1LyqYizTqb4n2inW6XUKI-uQPurjAJd-QDrUeiuM-MuDps2ub68U&theater&ifg=1