Video: মমতারূপী দূর্গা প্রতিমার সামনে তৃণমূলের ক্লাব সদস্যদের অশ্লীল নাচ

গণেশ হাতে দুর্গা রূপে মমতার মূর্তি! আগেই বিতর্কে জড়িয়ে ছিল তৃণমূলের ক্লাব, এবার সেখানে তৃণমূল নেতাকর্মীদের অশ্লীল নাচের প্রদর্শন নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।

গনেশ চতুর্থীতে মমতারূপে দূর্গার হাতে গনেশ প্রতিমার উদ্বোধন করে বির্তক তৈরী হয় মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল নেতা কর্মীদের একটি ক্লাবে। এবার সেই ক্লাবের সদস্যদের অশ্লীল নাচের ভিডিও ভাইরাল হল। স্বল্পবস্ত্র পরিহিত কিশোরীদের নাচে মেতে উঠলো মালদহের হরিশ্চন্দ্রপুর ব্লকের নেতা কর্মীরা। তাও আবার মমতারূপী দূর্গা প্রতিমার সামনে।

https://youtu.be/yIhekTzxsd4