এক সিভিক ভলান্টিয়ারের যৌনাঙ্গ কেটে রক্তারক্তি কাণ্ড, অভিযোগ উঠেছে তারই এক প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার মোথাবাড়ি থানার কাঠালবনা গ্রামে। কী কারণে এমন ঘটনা ঘটল? তদন্ত করছে পুলিশ। ঘটনার কথা শুনে আথকে উঠেছেন এলাকাবাসীরা। এমন যে কেউ করতে পারে, তা ভাবতেও পারছেন না অনেকে। আক্রান্ত ওই সিভিক ভলেন্টিয়ারের নাম বিফল চৌধুরী।
সোমবার রাতে আক্রান্ত সিভিক ভলান্টিয়ারকে চিকিৎসার জন্য প্রথমে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজে। অবস্থার অবনতি হলে পরে পাঠানো হয় কলকাতায়। সোমবার রাতেই কলকাতার উদ্দেশে রওনা হয়েছেন তাঁরা। মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, এ রকম একটি ঘটনা ঘটেছে। একজন সিভিক ভলেন্টিয়ারের গোপন অঙ্গে আঘাত করা হয়েছে। আঘাত গুরুতর হওয়ায় তাঁকে কলকাতায় রেফার করা হয়েছে। পুরো ঘটনা আমাদের কাছে এখনও পরিষ্কার নয়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।