ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। দেশে যুদ্ধ শুরু হয়েছে। প্রতিবেশী দেশগুলি থেকেও কার্যকারী সাহায্য পাচ্ছেন না। তবুও যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়েও যাননি তিনি। ইউক্রেনের কঠিন সময়ে দেশ বাঁচাতে আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেনাদের সঙ্গে বিধস্ত জায়গা ঘুরে দেখছেন ইউক্রেনের ‘প্রিয়’ প্রেসিডেন্ট জেলেনেস্কি এবং সেদেশের শীর্ষ কর্তারা। সামাজিক মাধ্যম ঘাঁটলেই এখন শুধু জেলেনেস্কি’র ছবি ছড়িয়ে। তিনি এখন নেট দুনিয়ার সাহসি হিরো।
Ukraine's president Volodymyr #Zelenskiy rejected The State's offer to evacuate him from kyiv he said "i might be killed but i can't abandon my people when my country is going thru darkest hour"
Respect ❤🇺🇦 to this beautiful Family.#Ukraine#UkraineRussiaWar pic.twitter.com/qQYrxKTQW5— Inudin Inamdar (@inudinIM) February 26, 2022
নিজের দেশকে রুশ আক্রমণ থেকে রক্ষা করতে নিজ হাতে বন্দুকও তুলে নিয়েছেন প্রেসিডেন্ট ভোলোদিমির জ়েলেনস্কি। যুদ্ধের পরই সেনাদের সঙ্গে রাস্তায় নেমে পড়েছেন। ভিডিও বার্তায় তিনি জানান, দেশ ছেড়ে কোথাও পালাচ্ছেন না তিনি। সেনাবাহিনীর সঙ্গেই হাত মিলিয়ে দেশকে রক্ষার জন্য লড়াই চালিয়ে যাবেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্টের এই ছবি ও ভিডিয়ো।
https://twitter.com/darcwood/status/1497696532849590274
ইউক্রেনে রাশিয়ার হামলার পরই দেশবাসীকে তিনি জানিয়েছিলেন, আক্রমণ নয়, প্রতিরোধ গড়তে হবে। সক্ষম ব্যক্তিরা দেশে থেকেই আক্রমণকারীদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিন। সরকার সাহায্য করবে। রাজধানী কিভের আরও কাছে এগিয়ে এসেছে রুশ। প্রেসিডেন্ট জেলেনেস্কি জানান, রাশিয়ার তরফে তাঁকে এবং তাঁর পরিবারকে প্রথম নিশানা বানানো হয়েছে। রাশিয়ার আগ্রাসনী শক্তির মুখে পড়েও তিনি যেভাবে সাহস প্রদর্শন করছেন এবং লড়াই চালিয়ে যাচ্ছেন, তাকে সাধুবাদ জানিয়েছে নেটাগরিকেরা।
Best president ever. I have never seen leader like this before. Respect 📈📈📈 pic.twitter.com/b0JDoJbH23
— shreyansh (@Shreyansshhh) February 26, 2022
রাজধানী কিভের ওপর আক্রমণের খবরে প্রেসিডেন্ট রাজধানীতে পৌঁছেছেন এবং সেখানেই একটি বাঙ্কারে থাকেন। একাধিক শীর্ষ আধিকারিকদের পাশে নিয়েই রাশিয়ার চাপের জবাব দিতে দেখা যায় ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কিকে। দেশবাসীর উদ্দেশে পোস্ট করা ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা সবাই এখানে রয়েছি। আমাদের মিলিটারি বাহিনী রয়েছে। সমাজের সাধারণ মানুষও রয়েছে। আমরা সবাই মিলেই আমাদের স্বাধীনতার জন্য, দেশের জন্য লড়াই করছি। আগামিদিনেও এইরকমভাবেই একসঙ্গে থাকব আমরা।’
I Need Ammunition, Not A Ride.
– Volodymyr Zelenskyy 🇺🇦 pic.twitter.com/6YeezEBacJ— ᖇ. ᔕᑕOTT ᔕIᑕᗩᖇIO 2.0 (@SicarioScott) February 26, 2022
ইউক্রেনে রাশিয়ার আক্রমণ অব্যাহত। পুরদস্তুর যুদ্ধ চলছে। শনিবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই নিয়ে ফোন করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। যুদ্ধ থামাতে রাজনৈতিক ভাবে সহযোগিতার আবেদন করেছেন জেলেনেস্কি। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বেশ কিছুক্ষণ ফোনে কথা হয়। ফোনালাপ শেষ হওয়ার পর এ বিষয়ে টুইট করেন প্রেসিডেন্ট জেলেনস্কি।
রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে রাজনৈতিকভাবে সাহায্য করার জন্য আবেদন জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনেস্কি। একসঙ্গে আগ্রাসনকারীকে প্রতিরোধের আবেদন রেখেছেন তিনি। রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে অংশ নেয়নি ভারত। নিরাপত্তা পরিষদের বৈঠকে আমেরিকা এবং তার সহযোগী রাষ্ট্রগুলির আনা ওই প্রস্তাব ঘিরে ভোটাভুটিতে অংশ না নেওয়ার কথা ঘোষণা করেন, ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি। রাশিয়ায় বিরুদ্ধে আনা ওই প্রস্তাবের পক্ষে ১১টি ভোট পড়ে। ভারত ছাড়াও চিন এবং সংযুক্ত আরব আমিরশাহি ভোটাভুটিতে অংশ নেয়নি। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ভেটো প্রয়োগ করায় প্রস্তাবটি পাশ হয়নি নিরাপত্তা পরিষদে।