মোদির মার্কিন সফরে বাংলায় বড় বিনিয়োগ, স্বাগত জানিয়ে রাজ্যের উদ্যোগ তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

আমেরিকায় মোদী বাইডেনের বৈঠকে কলকাতায় সেমিকন্ডাক্টার তৈরির কারখানা স্থাপনের ঘোষণা শুনেই চমকিত বাংলা। রবিবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে কলকাতায় সেমিকন্ডাক্টর চিপ তৈরির একটি কারখানা তৈরির কথা ঘোষণা করা হয়েছে। আর তা নিয়ে রাজ্যবাসীকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যে বিদেশী বিনিয়োগের জন্য যা পরিস্থিতি, তাতে রাজ্য সরকারের অবদান আছে, জানালেন মমতা।

মুখ্যমন্ত্রী তার সমাজ মাধ্যমের বার্তায় জানিয়েছেন, ‘আমি সৌভাগ্যবান, কলকাতার জন্য ঐতিহাসিক এবং আন্তর্জাতিক বিনিয়োগ সিদ্ধান্তের কথা গতকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ঘোষণা করেছেন। সেমিকন্ডাক্টর সেক্টরে আমাদের রাজ্যে একটি বড় আমেরিকান বিনিয়োগের দুর্দান্ত খবরের পিছনে থাকা আমাদের দীর্ঘ এবং কঠিন অনুশীলনের পটভূমির গল্পটি সবার জানা উচিৎ।’

মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘গত বছরের শুরু থেকে, রাজ্য আইটি বিভাগ এবং আমাদের পিএসইউ ওয়েবেল নেতৃস্থানীয় সেমিকন্ডাক্টর শিল্পের সঙ্গে যোগাযোগ করেছে কারণ অনেক চিপ-ডিজাইনিং এবং প্যাকেজিং স্টার্টআপ কোভিড মহামারির পরে বিভিন্ন ওয়েবেল আইটি পার্কে স্থানান্তরিত হয়েছে। গ্লোবাল ফাউন্ড্রিজ, সিনপসিস, মাইক্রোন ও আরও কয়েকটি নেতৃস্থানীয় আন্তর্জাতিক সেমি-কন্ডাক্টর কোম্পানি পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি প্রযুক্তি-সিম্পোজিয়ামের আয়োজন করেছে। তারা উদীয়মান প্রযুক্তি এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা করতে আমাদের ইউনিট এবং অফিস পরিদর্শন করেছে।’

মমতা আরও লেখেন, ‘এবছর, কলকাতায় অনুষ্ঠিত রাজ্য সরকারের স্পনসরকৃত গ্লোবাল ভিএলএসআই সম্মেলন ২০২৪-এ সেমিকন্ডাক্টর শিল্পের সমস্ত নেতৃস্থানীয় কোম্পানিগুলির অংশগ্রহণের সাক্ষী। তাই, রাজ্যের ক্ষমতার সফল প্রচারের সঙ্গে ক্রমাগত আলোচনার ফলে কলকাতায় একটি গ্লোবাল কেপিবিলিটি সেন্টার স্থাপনের জন্য গ্লোবাল ফাউন্ড্রিজের সাম্প্রতিক প্রস্তাবের দিকে পরিচালিত হয়েছে।’ মুখ্যমন্ত্রী ওই বিনিয়োগের পর সবরকম সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন।

About The Author