টানা ১৬ দিন জিজ্ঞাসাবাদ শেষে সিবিআই গ্রেফতার করেছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। সোমবার সিবিআই সন্দীপকে নিয়ে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তখন থেকেই প্রশ্ন উঠছিল আজ কি অন্য কোনও ছবি দেখা যাবে? কারণ এতদিনে সিজিও কমপ্লেক্সে সন্দীপের যাতায়াত যেন অভ্যেসে দাঁড়িয়েছিল, তবে আজ আর ফিরবেন না। জানা গেল, সন্দীপকে গ্রেফতার করেছে সিবিআই। তবে চিকিৎসকের ধর্ষণ ও খুন মামলায় গ্রেফতার হননি বরং আর্থিক নয়ছয়ের ব্যাপারে তাকে গ্রেফতার করেছে সিবিআই।
তিলোত্তমার মৃত্যুর পরই সন্দীপ ঘোষের নাম উঠে আসে। সেখানকার প্রাক্তন সুপার আখতার আলির সন্দীপের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তোলেন। একই সঙ্গে আরও তিনটি সংস্থার নামও ছিল সেখানে। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, দুর্নীতির সঙ্গে যুক্ত সংস্থা গুলির সঙ্গে সন্দীপের সরাসরি যোগাযোগ মিলেছে বলে খবর। এরপরই দুজন সিবিআই আধিকারিক কার্যত আটক করে নিয়ে আসেন সন্দীপকে। এরপর আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় তাঁকে।