করোনা আক্রান্ত হয়ে মৃত্যু তৃণমূল প্রার্থীর

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল তৃণমূল কংগ্রেস প্রার্থীর। উত্তর ২৪ পরগনার খড়দহ বিধানসভার তৃণমূল প্রার্থী কাজল সিংহ করোনা আক্রান্ত ছিলেন। রবিবার তাঁর মৃত্যু হয়। ভোটের আগের দিন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কাজলের মৃত্যুর পর টুইটে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত বুধবার নমুনা পরীক্ষায় জানা যায়, তিনি করোনা পজিটিভ। তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার ছিল খড়দহ কেন্দ্রে নির্বাচন। সে দিন হাসপাতালেই ছিলেন কাজল। ক্রমেই তাঁর অবস্থা খারাপ হচ্ছিল বলে হাসপাতাল সূত্রে খবর। অবশেষে সেখানেই মারা গেলেন তিনি।

এর আগে করোনা আক্রান্ত হয়ে রাজ্যে দুই প্রার্থীর মৃত্যু হয়েছিল। কিছু দিন আগে সামশেরগঞ্জের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী রেজাউল হক ওরফে মন্টু বিশ্বাস মারা যান। তার পর দিনই মৃত্যু হয় জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর। কাজলকে নিয়ে করোনা আক্রান্ত হয়ে ৩ জন প্রার্থীর মৃত্যু হল রাজ্যে।