রঙধামালির লোকালয়ে চিতাবাঘের দেহ উদ্ধার

জলপাইগুড়ির রঙধামালির লোকালয়ে চিতাবাঘের দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। স্থানীয় একটি চা বাগান সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয় বাঘের দেহ।এদিন সকালে রঙধামালির তেলিপাড়া এলাকার বাসিন্দারা দেখতে পান মরে পড়ে রয়েছে বিড়াট চেহারার একটি চিতাবাঘ। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে বোদাগঞ্জের জঙ্গল। খবর পেয়ে বন কর্মীরা এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।প্রাথমিক তদন্তে অনুমান বিষক্রিয়ায় মৃত্যু হতে পারে চিতাবাঘটির।

চিতাবাঘটি দৈর্ঘ্যে প্রায় ৬ ফুট ৬ ইঞ্চি। যদিও এ বিষয়ে মুখ খুলতে চাইনি বনদপ্তর। রবিবার সকালে রঙধামালির তেলিপাড়া এলাকার বাসিন্দারা একটি অতিকায় চিতাবাঘের মৃত দেহ দেখতে পান। খবর পেয়ে বনকর্মীরা এসে দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে অনুমান বিষক্রিয়ায় মৃত্যু হতে পারে চিতাবাঘটির। ঘটনার তদন্ত শুরু করেছে বন দপ্তর।

 

About The Author