চৌধুরানী মন্দিরের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে: প্রহ্লাদ সিং প্যাটেল

রাজগঞ্জের দেবী চৌধুরানীর মন্দিরের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনা উচিত। নির্বাচনের পরেই সেই কাজ শুরু করতে প্রয়াস করা হবে। বৃহস্পতিবার দেবী চৌধুরানী মন্দিরে পুজো দিয়ে একথা জানালেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল।

রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী সুপন রায়ের হয়ে বেলাকোবা বাজারে ভোট প্রচার করেন তিনি। সঙ্গে ছিলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল বলেন, মন্দিরটির পূণ্যভুমি হিসেবে স্বীকৃতি পাওয়া উচিত তাই নির্বাচন পেড়িয়ে গেলে যোগ্য মান রাখার চেষ্টা করা হবে।