ধমক দিচ্ছে প্রশাসন, অভিযোগ উলেনের পরিবারের

রাজগঞ্জ: উত্তরকন্যা অভিযানে মৃত বিজেপি কর্মী উলেন রায়ের বাড়িতে গেলেন দলীয় নেত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর সামনেই পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন উলেনের আত্মীয়রা। উলেনের দিদি শান্তিবালা রায় বলেন, পুলিশের তরফে বারবার চাকরি এবং অন্যান্য প্রলোভন দেখিয়ে বিষয়টি দফারফা করার চেষ্টা করা হচ্ছে। ধমকানোও হচ্ছে বলে অভিযোগ। শনিবার রাতেও পুলিশের দুটি গাড়ি তাদের বাড়িতে এসেছিল বলে দাবি। এদিকে এখনও পর্যন্ত উলেনের দেহ হাতে পায়নি পরিবারটি। মৃতদেহের পুনরায় ময়নাতদন্তের দাবিতে হাইকোর্টে অবধি যেতে রাজি বলে জানিয়েছে উলেনের আত্মীয়রা। রবিবার সন্ধায় রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গেটবাজারে উলেন রায়ের বাড়িতে পৌঁছান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। রাজ্য সরকার এবং পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, আরতো মাত্র চারটে মাস, তাসত্ত্বেও কেন শুধরাচ্ছেনা তৃণমূল? এর পাশাপাশি, উলেন রায়ের ময়নাতদন্ত, পুলিশের গতিবিধি ইত্যাদি নিয়েও একাধিক প্রশ্ন তোলেন তিনি।

https://www.facebook.com/RNFNewsOfficial/videos/704036200249368/