‘আমরা দাদার ভক্ত’, এবার রাজীব বন্দোপাধ্যায়ের পোস্টার শহরে

জলপাইগুড়ি: শুভেন্দু অধিকারীর পর এবার রাজিব ব্যানার্জীর পোস্টার পড়ল শহরে। কুয়াশাঘেরা সাতসকালে শহরবাসীর নজর কাড়ল আরেক ‘দাদার’ পোস্টার। এর আগে শুভেন্দু অধিকারীর ছবি সহ ‘আমরা দাদার অনুগামী’ লেখা পোস্টারে ছেড়েছিল শহর। এবার রাজীব বন্দোপাধ্যায়ের ছবি সহ ‘আমারা দাদার ভক্ত’ লেখা পোস্টার দেখে ফের অবাক শহরবাসী। জল্পনা রাজনৈতিক মহলে। রাতের অন্ধকারে শহরের বিভিন্ন প্রান্তে এই পোস্টার লাগানো হয়েছে বলে মনে করা হচ্ছে। এমাসের ১৫ তারিখ জলপাইগুড়ি শহরে আসার কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। তার আগে নতুন করে এই পোস্টারে রাজনৈতিক জল্পনাও শুরু হয়েছে।

About The Author