‘জয় শ্রী রাম’ বলায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, শুরু রাজনৈতিক তরজা

রাজগঞ্জ: ‘জয় শ্রী রাম’ বলার কারণে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে কিছু দুষ্কৃতী মারধর করে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের ফাটাপুকুর এলাকায়। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে ওই প্রহৃত ব্যক্তি বলছেন, ‘বিজেপি করি, জয় শ্রী রাম বলেছিলাম, তাই তারা মেরেছে।’ যদিও মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি কতটা সত্যি বলছেন তা প্রমাণ করার উপায় নেই। জানা গিয়েছে, মানসিকভাবে অসুস্থ ওই ব্যক্তি এলাকায় ঘোরাঘুরি করেন। প্রত্যক্ষদর্শীরা জানালেন, একটি গাড়ি থেকে নেমে অজ্ঞাত পরিচিত কয়েকজন ওই ব্যক্তিকে মারধর করে। তবে তারা কোনও রাজনৈতিক দলের সমর্থক ছিলেন কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। স্থানীয় বিজেপি নেতা দেবাশীষ দে অভিযোগ করে বলেন, ‘তৃণমূলের দুষ্কৃতিরাই এই কাজ করেছেন, গাড়িতে দলীয় পতাকা লাগানো ছিল।’ যদিও দুষ্কৃতীদের কেউই এই এলাকার লোক ছিলেন না। এই ঘটনায় স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য অমল কুড়ি বলেন, বিষয়টি ফেসবুকে দেখেছেন, তবে পুরো বিষয়টি তাঁর জানা নেই। ‘কেউ যদি কাউকে মেরে থাকে, তবে সেটা আইনের বিষয়, আইন দেখবে।’ বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে অমলবাবু বলেন, বিজেপি সব বিষয়েই নোংরা রাজনীতি করে, এটা নতুন কিছু নয়।