দুই অঙ্কেও পৌঁছাতে পারবে না বাম-কংগ্রেস, দাবি সুব্রত মুখোপাধ্যায়ের

একুশের নির্বাচনে বাম এবং কংগ্রেস কোনও দলই দুই অঙ্কেও পৌঁছাতে পারবে না। এমনই দাবি করলেন তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘কংগ্রেস ও সিপিএম কখনও জাতপাতের রাজনীতিকে প্রশ্রয় দেয়নি। সেই কারণে আমিও ব্যক্তিগতভাবে ওদের শ্রদ্ধা করতাম। কিন্তু এখন যেভাবে এরা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মেলাল তাতে এই দুই দলই জাত খুইয়েছে। তাই ভোটে দু’দলই দুই অঙ্কের সংখ্যাতেও পৌঁছাতে পারবে না।’ বুধবার দুপুরে বালিগঞ্জ কেন্দ্রে প্রচার শেষ করে সংবাদ মাধ্যমকে এমনই জানালেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, এবারের নির্বাচনে আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে হাত মিলিয়েছে বাম ও কংগ্রেস। সেই আইএসএফ-কেই একটি বিভাজনকারী সাম্প্রদায়িক রাজনৈতিক শক্তি হিসেবেই ব্যাখ্যা করছেন সুব্রত। এদিকে, তৃণমূলের ভোটকৌশলী প্রশান্ত কিশোর অনেক আগেই চ্যালেঞ্জ করেছিলেন বিজেপি তিন অঙ্কেও পৌঁছাতে পারবে না। তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। বালিগঞ্জের তৃণমূল প্রার্থী তার মত চ্যালেঞ্জ না নিলেও নিজের মতামত জানালেন স্পষ্টভাবেই।