করোনায় আক্রান্ত জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী

জলপাইগুড়ির সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ প্রদীপ কুমার বর্মা করোনায় আক্রান্ত হলেন। গতকালই সদর বিধানসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ প্রদীপ কুমার বর্মার সমর্থনে জলপাইগুড়িতে রোড শো করেন সাংসদ মিমি চক্রবর্তী। তবে শারীরক অসুস্থতার কারণে মিমির রোড শোয়ে ছিলেন না প্রদীপবাবু। খবর ছিল, গত ক’দিন ধরেই জ্বর-সর্দি-কাশি সহ বিভিন্ন উপসর্গ তাঁর শরীরে দেখা যায়। এরপর তিনি করোনা পরীক্ষা করান। মঙ্গলবার রাতে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। সেই রাতেই তাঁকে শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত একমাস আগেই করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছিলেন প্রদীপবাবু।

গত ক’দিন ধরেই জলপাইগুড়িতে করোনা সংক্রমণ বেড়ে চলেছে। গতকালই ১০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে তৃণমূল প্রার্থী ডাঃ প্রদীপ কুমার বর্মার পাশাপাশি জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের প্রাক্তন সদস্য তথা প্রাক্তন কাউন্সিলর সন্দীপ মাহাতোর রিপোর্ট পজিটিভ এসেছে। এদিকে, আজই জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের সিপাইপাড়া এলাকায় জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মূলত তিনি প্রদীপবাবুর সংর্থনে জনসভা করবেন বলে তৃণমূল সূত্রে খবর।