দেশজুড়ে ক্রমশই খারাপ হচ্ছে করোনা পরিস্থিতি। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। রাজ্যের নির্বাচনের খেলায় সেকথায় কেউই গুরুত্ব দিতে নারাজ। এদিকে, ভোটের প্রচারে দায়িত্বশীল পদক্ষেপ করল সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট। বাকি থাকা তিনটে দফার ভোটে কোনওরকম বড়সড় জমায়েতে করবে না তাঁরা। ব্যতিরেকে নেটমাধ্যম ও বাড়ি বাড়ি গিয়ে প্রচারে জোর দেওয়ার সিদ্ধান্ত।
বুধবার আলিমুদ্দিন ষ্ট্রিটে সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। তিনি জানিয়েছেন, আগামী দফার নির্বাচনে প্রচারে বড়সড় ভিড় করা হবে না। বড় প্রচারে না গিয়ে মানুষকে সচেতন করার ওপর জোর দেওয়া হবে। পাশাপাশি, করোনা শুরুর সময় থেকে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো, বাস্তব পরিস্থিতি মেনে সবাইকে সচেতন করা এবং অসহায় মানুষের কাছে যাওয়া, মানুষের হক নিয়ে লড়াই করা। রেশন ও খাদ্য পৌঁছে দেওয়ার মতো কাজ চালিয়ে যাবে বামফ্রন্ট।’ যাঁরা বাড়ি বাড়ি যাবেন তাঁদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক। বড় জমায়েত না করে ছোট ছোট পথসভার ওপর জোর দেওয়া হবে। সামাজিক দূরত্ব মেনে, নেটমাধ্যমকে কাজে লাগিয়ে প্রচার করা হবে।