ক্ষমতায় ফিরতেই অন্যান্য শ্রমিক সংগঠন ছেড়ে তৃণমূলের শ্রমিক সংগঠনে যোগ দেওয়ার হিড়িক পড়েছে শ্রমিক মহলে। মূলত বাগানে কাজ ও বেতনের সমস্যাগুলি সুরাহার আশায় তৃণমূলের পতাকা আপন করে নিচ্ছেন অনেকেই।
বুধবার রাজগঞ্জে ফের তৃনমুলের শ্রমিক সংগঠনে যোগদান করলেন প্রায় ৬৫ শ্রমিক। এদিন রাজগঞ্জ ব্লকের সুখানী ভোলাপাড়া এলাকার প্রনবানন্দ চা বাগানের ৬৫ জন শ্রমিক ভারতীয় মজদুর সংগঠন বিএমএস শ্রমিক সংগঠন ছেড়ে তৃনমুল কংগ্রেসের শ্রমিক সংগঠনে যোগ দিয়েছেন। এমনটাই দাবি করেছেন তৃণমূলের শ্রমিক নেতা তপন দে।
এলাকার চা বাগানগুলিতে কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দলত্যাগি শ্রমিকেরা। এছাড়াও চার সপ্তাহের মজুরী পাননি বলেও অভিযোগ। এব্যাপারে আগের শ্রমিক সংগঠন কোনও সুরাহা করতে পারেনি বলে অভিযোগ তাঁদের। তাদের কথায়, এই ভরা মরশুমে মাত্র তিন চারদিন কাজ করছেন। আগের প্রাপ্য মাইনেও মেলেনি।
রাজগঞ্জ ব্লকের বিজেপি শ্রমিক সংগঠনের সম্পাদক দীপক রায় বলেন, ‘শ্রমিকদের সুবিধা অসুবিধা বুঝে সংগঠন চলে। যদি তারা অন্য দলে যেতে চান সেটা তাদের ব্যক্তিগত বিষয়। এব্যাপারে তাদের আটকে রাখা যাবে না। আমরা যথাসাধ্য চেষ্টা করছি।’
তৃণমূলের শ্রমিক নেতা তপন দে জানান, ‘খুব শীঘ্রই সমস্যাগুলির সমাধান করে বাগানে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা হবে।’ এ ব্যাপারে আশাবাদী তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে বিন্নাগুড়ি অঞ্চলের গধেয়াগছ এলাকার বাসন্তি চা বাগান, দত্ত চা বাগান ও চন্দ্রনাথ চা বাগানের শতাধিক শ্রমিক বাম শ্রমিক সংগঠন সিটু ইউনিয়ন ত্যাগ করে তরাই ডুয়ার্স প্ল্যানটেশন ওয়ার্কার্স ইউনিয়ন এবং তৃণমূল ইউনিয়নে যোগদান করেছিলেন।