করোনা আবহে নিজের বেতনের টাকা খরচ করে আম্বুলেন্স দান করলেন জলপাইগুড়ির এক শিক্ষিকা। তাঁর কথায়, স্কুলের শিক্ষক-শিক্ষিকারা মাসের পর মাস বাড়িতে বসেই মাইনে পাচ্ছেন, অন্যদিকে বহু অসহায় মানুষ সমস্যায় দিন কাটাচ্ছেন। তাই তিনি এই উদ্যোগ গ্রহন করেছেন। তিনি আরও বলেন, বাড়ির বড় ছেলের উৎসাহে এই কাজ করেছেন। নিজের বেতনের টাকায় আম্বুলেন্স দান করে নজির গড়লেন তিনি।
জলপাইগুড়ি জেলার মান্তাদাড়ি এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে কাজ করেন কেয়া সেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন রাস্তায় নেমে সাধারণ মানুষকে সচেতন করছেন। ঠিক সেই সময় আমরা স্কুলের শিক্ষক শিক্ষিকারা বাড়িতে বসে মাসের পর মাস মাইনা পাচ্ছি। সারা রাজ্যের পাশাপাশি জলপাইগুড়িতেও প্রচুর মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। কিছু দুঃস্থ পরিবার আম্বুলেন্সের জন্য হা-হুতাশ করছেন। এই সব দেখে মনে খুব আঘাত লাগে। সমাজে মানুষের কল্যাণের জন্য যদি কিছু করতে পারি তাহলে হয়ত সবার মঙ্গল হবে। তাই আজকে এই মহত কাজে আম্বুলেন্স দান করা। এদিন জলপাইগুড়ির জেলা পরিষদ হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা পরিষদ সভাধিপতি এবং অন্যান্য সদস্যের হাত দিয়ে আম্বুলেন্সটি সেচ্ছাসেবী সংস্থা ‘শ্রদ্ধার’ কর্মকর্তাদের হাতে তুলে দেন তিনি।