কলকাতাঃ আমফান পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক করতে সেনা বাহিনীর সাহায্য চাইল রাজ্য। এছাড়াও পরিস্থিতি স্বাভাবিক করতে বন্দর কর্তৃপক্ষ, রেলের সাহায্যের জন্যও আবেদন করা হয়েছে। কাজের জন্য এই মুহূর্তে বেশি প্রয়োজন কর্মীদের। তাই বিভিন্ন দপ্তর থেকে কর্মী চাওয়া হয়েছে। NDRF এর আরও ১০টি দলও চাইল নবান্ন। টুইট করে আবেদন জানিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। আজ রাতের মধ্যেই NDRF এর আরও ১০ টি দল পাঠানো হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ইতিমধ্যেই NDRF এর ২৬ টি দল বিধ্বস্ত এলাকায় কাজ করছে। কাজ করছে রাজ্যের SDRF দল।