মালদা জেলা বাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন পুলিশ সুপার

মালদা: জেলা বাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়া। সামনে রয়েছে পবিত্র ঈদ।  ঈদের সময় যাতে মসজিদে বা অন্যত্র জমায়েত করা না হয় এবং মানুষ যেন সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ পালন করে, তারই আর্জি জানান পুলিশ সুপার। আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ সুপার বলেন, “ঈদকে ঘিরে প্রত্যেক থানা এলাকায় মসজিদ কমিটি, ইমামদের নিয়ে বৈঠক করা হয়েছে। স্বাস্থ্যবিধি ও প্রশাসনের নির্দেশিকা মানার নির্দেশ দেওয়া হয়েছে। কোনরকম জমায়েত করা যাবে না। সাথে সকল জেলাবাসীকে সর্বদা মাস্ক ব্যাবহার করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ।”

উল্লেখ্য, বর্তমানে মালদা জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জেলা প্রশাসন সাধারন মানুষের মধ্যে বিভিন্ন ভাবে সচেতনতামূলক প্রচার চালাচ্ছে।