রাজগঞ্জ, ২৩ মে: শ্রমিক স্পেশাল ট্রেনের চেন টেনে বেলাকোবায় নেমে পড়লেন ৮ জন পরিযায়ী শ্রমিক। এদের মধ্যে ৬ জনের বাড়িই উত্তর দিনাজপুরে। শ্রমিকদের বক্তব্য, হায়দ্রাবাদ থেকে অসমগামী শ্রমিক স্পেশাল ট্রেনে তারা বাড়ি ফিরছিলেন। বাড়ি উত্তর দিনাজপুরে তবে রেল পুলিশ তাদের নামতে দেয়নি বলে অভিযোগ। এনজেপি স্টশনেও তাদের নামতে দেওয়া হয়নি বলে অভিযোগ।
নিরুপায় হয়েই ট্রেনের চেন টেনে নেমে পড়েন তারা। তাদের দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছায় বেলাকোবা ফাঁড়ির পুলিশ। আপাতত ওই শ্রমিকেরা পুলিশের হেফাজতেই রয়েছে। সর্বমোট ৮ জন শ্রমিক এদিন বেলাকোবার হাসোয়াবাড়িতে নামেন। এদের মধ্যে ২ জন কোচবিহারের বলে জানা গিয়েছে।
https://www.facebook.com/RNFNewsOfficial/videos/248012289864222/