অভিনেতা সোনু সুদের মানবদরদী কাজকে স্বীকৃতি দিতে বিমান উৎসর্গ করল স্পাইসজেট সংস্থা। করোনার পর গতবছর লকডাউনের সময় অগণিত অসহায় পরিযায়ী শ্রমিকদের সাহায্য করে মানবিকতার পরিচয় দিয়েছিলেন অভিনেতা সোনু সুদ। সোনুর এই মানব দরদী ভূমিকা সকলের প্রশংসা কুড়িয়েছে। তাঁকে কেউ ‘গরীবের সুপারম্যান’ তো কেউ ‘ভগবান’ বলে অ্যাখ্যা দিয়েছেন। ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা গেলেও করোনাকালে মানবিক ভূমিকায় এসে নিজের ছবি বদলে ফেলেছেন। এখন তিনি গোটা দেশের ‘ নায়ক’, না পর্দার নামসর্বস্ব নায়ক নয়..বাস্তবের নায়ক।
সোনু সুদের মানবিকতাকে স্যালুট জানিয়ে একটি বিশেষ বিমান উৎসর্গ করল স্পাইসজেট বিমান সংস্থা। বিমানের গায়ে আঁকা সোনু সুদের মুখ, সঙ্গে রয়েছে পরিযায়ীদের দলও! পাশে লেখা রয়েছে, ‘এ স্যালুট টু দ্য সেভিয়ার সোনু সুদ’। টুইটারে এই ছবি শেয়ার করলেন খোদ অভিনেতা। লিখলেন, ‘অসংরক্ষিত টিকিটে মোগা থেকে মুম্বই আসার সেই দিনগুলো মনে পড়ছে। বাবা-মা পাশে না থাকাটা আজ বড্ড বেশি অনুভব করছি’। মানবিক ভূমিকার জেরে এর আগেও বহু সম্মান পেয়েছেন অভিনেতা। লকডাউনে হাজার হাজার পরিযায়ীকে ঘরে পৌঁছে দিয়ে সকলের নজর কেড়েছিলেন তিনি। ভবিষ্যতেও দেশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান সোনু সুদ।
The phenomenally-talented @SonuSood has been a messiah to lakhs of Indians during the pandemic, helping them reunite with their loved ones, feed their families and more. (1/3) pic.twitter.com/8wYUml4tdD
— SpiceJet (@flyspicejet) March 19, 2021