মেকআপ স্টুডিও ও ওয়েলফেয়ার ট্রাস্টের আড়ালে চলছিল অবৈধ কলসেন্টার। অভিযোগ উঠতেই শনিবার অভিযান চালিয়ে ১২ জনকে আটক করল শিলিগুড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। এদের মধ্যে ৯ জন যুবতি এবং ৩ জন যুবক রয়েছে।
শিলিগুড়ি চার্চ রোড সংলগ্ন একটি বহুতলে একটি মেকআপ স্টুডিও এবং একটি ওয়েলফেয়ার ট্রাস্টের সাইনবোর্ডে লাগানো রয়েছে। সেখানে দীর্ঘদিন অবৈধ কলসেন্টারের রমরমা কারবার চলছিল বলে অভিযোগ। শনিবার গোপন সূত্রের মাধ্যমে বিষয়টি জানতে পেরে অভিযান চালায় শিলিগুড়ি থানা এবং পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।সেখান থেকে আটক করা হয় ১২ জন যুবক-যুবতিকে। সেখান থেকে কিছু মোবাইল ফোন ও সিম কার্ড পেয়েছে পুলিশ। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে।