কন্যাশ্রীর টাকা মানবসেবায় তুলে দিলেন জলপাইগুড়ির ৫ ছাত্রী

করোনা পরিস্থিতিতে অসহায় মানুষগুলির পাশে দাড়াতে কন্যাশ্রী প্রকল্পের প্রাপ্ত অর্থের সবটাই জনস্বার্থে তুলে দিলেন জলপাইগুড়ির পাঁচ কন্যাশ্রী।

জলপাইগুড়ি সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ৫ জন ছাত্রী তাদের কন্যাশ্রী প্রকল্পের প্রাপ্ত অর্থ স্টুডেন্টস হেলথ হোমের জলপাইগুড়ি আঞ্চলিক কেন্দ্রের সম্পাদক ডাঃ পান্থ দাশগুপ্তের হাতে তুলে দিলেন। এই ৫ ছাত্রী হলেন অঙ্কনা ঘোষ, অন্বেষা সিংহ, অহনা সোম, মঞ্জিষ্ঠা রায় ও রূপসা সাহা। তাদের এই অর্থ জনহিতকর কাজে ব্যবহার করার জন্য এবং মানুষের পাশে দাঁড়াবার জন্য এই অর্থ তুলে দেওয়া হয়েছে। তাদের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্টুডেন্ট হেলথ হোম।

তাদের কথায়, সবাই যথাসম্ভব মানুষের পাশে দাঁড়াচ্ছেন, এবছরও করোনার কারণে স্কুলের কার্যক্রম বন্ধ, তাই প্রাপ্ত অর্থের টাকা জনসেবায় খরচ করতে চান। তাই পাঁচ বন্ধু মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন।