ইসলামপুর: দুই শিশু সহ সাত বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল গোয়ালপোখর থানার পুলিশ। উত্তর দিনাজপুর জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে সোলপাড়া এলাকায় বাংলাদেশের নাগরিকদের আশ্রয় দেওয়ার অভিযোগে একজন ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে।
চলতি সপ্তাহেই সোমবার ভারত থেকে বাংলাদেশে যাবার পথে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিল গোয়ালপোখর থানার পুলিশ। তাদের জেরা করে শনিবার সকালে দুই শিশু সহ সাত বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়।
ধৃতরা বাংলাদেশের ঠাকুরগা জেলার হরিপুর থানার রুহিয়া গ্রামের বাসিন্দা। দুই শিশুকে রায়গঞ্জের জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হয়েছে। ধৃতরা কি কারণে এবং কিভাবে ভারতে এসেছিল, সে বিষয়ে পুলিশ রিমান্ডে নিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। ধৃতরা বাংলাদেশের ঠাকুরগা জেলার হরিপুর থানার রুহিয়া গ্রামের বাসিন্দা রনি (২৬), মৌসুমী আক্তার (২২), আয়না মতি (৫০), সাইনুর আক্তার (১৮), আশরাফুল (১২), মাসুদ রানা (৬) রুতু (৩)।