কেন্দ্রীয় মন্ত্রীসভায় রদবদল দেখে বিকেলে রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি হিসেবে পদত্যাগ করেছিলেন সৌমিত্র খাঁ। তবে সন্ধ্যে হতেই ভোলবদল। মাত্র সাড়ে ৫ ঘণ্টা সময়ের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার করলেন সৌমিত্র খাঁ।
মন্ত্রীসভা রদবদল নিয়ে জল্পনা ছিল আগে থেকেই। কেন্দ্রীয় মন্ত্রী তালিকা থেকে বাদ গিয়েছে দেবশ্রী চৌধুরী বাবুল সুপ্রিয়-র নাম। এরপরই বুধবার বিকেলে তিনটে বেজে ১৪ মিনিটে ফেসবুক লাইভে এসে তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্তর অভিযোগ করে নিজের সিদ্ধান্ত জানান। তবে এদিন রাত্রি ৮টা বেজে ৪৩ মিনিটে ফেসবুকে পোস্ট করে বলেন, বিজেপি নেতা তেজস্বী সূর্য, অমিত শাহের অনুরোধে তিনি তাঁর পদত্যাগের সিদ্ধান্ত তুলে নিচ্ছেন। এমন ঘটনায় নতুন করে রাজনৈতিক প্রশ্ন উঠে আসছে।