আজই প্রকাশ পেতে পারে আপার প্রাইমারির ইন্টারভিউ তালিকা

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কমিশন বৃহস্পতিবার দুপুর থেকেই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ-এর প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে। বুধবার কমিশনের বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী এবার নম্বর সহ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, এক সপ্তাহের মধ্যেই ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে হত স্কুল সার্ভিস কমিশনকে। সেই মোতাবেক ইন্টারভিউ-এর প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে কমিশন। সাত বছরের বেশি সময় ধরে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া নিয়ে আইনি জটিলতায চলেছে। উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ হয়েছে বহুবার। কখনও মেধাতালিকা প্রকাশের পর নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ এবং তারপর মেধাতালিকায় বাতিল করেছে হাইকোর্ট। আবার কখনও  ইন্টারভিউ লিস্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই হাইকোর্টে ধাক্কা খেয়েছে কমিশন। সেক্ষেত্রে বৃহস্পতিবার ইন্টারভিউ লিস্ট প্রকাশের পর পরই হাইকোর্টের তরফে সবুজ সংকেত পেলেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করবে কমিশন বলেই সূত্রের খবর।

About The Author