রাজগঞ্জ: চোপড়ার দাসপাড়া নবদিশা এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি তরফে এবং নাবার্ডের সহযোগিতায় বৃহস্পতিবার রাজগঞ্জ ভোলাপারা নজরুল পাঠাগারে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। এই শিবিরের মূল উদ্দেশ্যই ছিল স্বচ্ছ ভারতের উদ্দেশ্যকে তুলে ধরা। শিবিরে উপস্থিত ছিলেন ডিডিএম জলপাইগুড়ি এসকে জেনা, শিলিগুড়ি এনডিডিবি’র অধ্যক্ষ ড: শ্রীকান্ত সাহু, স্থানীয় প্রধান মহ: ইসরায়েল, সমাজসেবী মজীদুল হক প্রমুখ। নবদিশা এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক আনিসুর রহমান জানান, ভারত সরকারের ‘স্বচ্ছ ভারত’ অভিযানকে গ্রামে গ্রামে পৌঁছানোর উদ্যোগকে সাফল্যমণ্ডিত করার প্রচেষ্টা চলছে। বিভিন্ন গ্রামে গ্রামে এই ধরনের শিবিরের আয়োজন করা হচ্ছে। এদিনের সভায় সকলকে হাতে স্যানিটাইজার এবং মুখে মাস্ক পরিয়ে সভাকক্ষে ঢোকানো হয়।