মহানন্দার পাড়ে ফুটবলের নয়া সম্ভাবনা তৈরি করছে হিডেন ফুটবল অ্যাকাডেমি

শিলিগুড়ি: মহানন্দার পাড়ে চম্পাসারি লাগোয়া সমরনগর বটতলা এলাকায় স্থানীয় কিছু যুবকের উদ্যোগে গড়ে উঠেছে ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র। স্থানীয় বাচ্চাদের প্রতিভা তুলে ধরতে তৈরি হয়েছে হিডেন ফুটবল অ্যাকাডেমি। অ্যাকাডেমির সম্পাদক পাপাই রায় জানান, ফুটবল শিখতে তারা আগে শহরের স্টেডিয়ামে যেতেন, তবে সবার পক্ষে রোজ স্টেডিয়ামে গিয়ে প্রশিক্ষণ সম্ভব নয়। স্থানীয় ছেলেমেয়েদের কথা চিন্তা করে প্রায় তিন বছর আগে শুরু করা হয় এই প্রশিক্ষণ কেন্দ্র। বর্তমানে অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৮ গ্রুপের শিশু-কিশোর এবং ২০ জন কিশোরীদের নিয়ে বর্তমানে মোট ১০৩ জন ছেলেমেয়ে ফুটবলের প্রশিক্ষণ নিচ্ছেন। এই ৩ বছরে নজর কেড়েছে বেশ কিছু ছেলেমেয়ে। তাদের মধ্যে কেউ ইস্টবেঙ্গলের খেলার সুযোগ পেয়েছেন, কেউবা কলকাতার নামি ক্লাবের হয়েও খেলেছেন। জেলার হয়ে প্রতিনিধিত্ব করেছেন অনেকেই। গ্রামের কিছু ফুটবল প্রেমী ব্যক্তি প্রতি মাসে ১০০ টাকা করে অনুদান প্রদান করেন। যাদের সহযোগিতায় চলছে এই অ্যাকাডেমি। এই অর্থ দিয়েই খেলাধুলার সরঞ্জামও কেনা হয়। স্থানীয় যুবক প্রতাপ মন্ডল জানান, আগে এই জায়গায় অসামাজিক কাজকর্মের বাড়বাড়ন্ত ছিল, তবে বর্তমানে এই উদ্যোগ প্রচলিত হওয়ার পর থেকে সেই বদনাম যথেষ্টই কমেছে। রোজ সকাল ৭টা থেকে শুরু হয় প্রশিক্ষণ। এই ছেলে মেয়েদের মধ্যেই ফুটবলের উজ্জ্বল সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা।